ইসলামী জীবন-ধারা কুরআনের প্রতি আদব আবদুল হামীদ ফাইযী
আল্লাহর বাণী তিলাওয়াতের পূর্বে দাঁত মেজে মুখ ধুয়ে নেওয়া উত্তম

আল্লাহর কালাম পাঠের জন্য এটি একটি আদব। যাতে সবচেয়ে শ্রেষ্ঠ বাণীর সাথে আপনার মুখ থেকে দুর্গন্ধ নির্গত না হয়। রাসুল (ﷺ) রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠলেই সর্বাগ্রে দাঁতন দিয়ে মুখ পরিষ্কার করে নিতেন।[1]

[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ১১৩৬, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২৫৫ প্রমুখ