কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
ইসলামী জীবন-ধারা মহিলার সাজ-সজ্জা আবদুল হামীদ ফাইযী
নাক, নাকের পরিচ্ছন্নতা ও অলঙ্কার
নাক পানি দিয়ে পরিষ্কার রাখা প্রকৃতিগত একটি সুন্নাত। আর তার জন্য রয়েছে ওযূর বিধান।
নাক ছিদ্র করার প্রথা রসূল (ﷺ) বা তাঁর সাহাবার যুগে ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। তবে দেশের প্রথা হিসাবে মহিলা নাক ফুড়িয়ে তাতে কোন অলঙ্কার ব্যবহার করতে পারে।[1] ব্যবহার করতে পারে লাগামের মত নাকের নথ।[2]
[1]. ফাতাওয়া মারআহ ৮২পৃঃ
[2]. মাজমূউ ফাতাওয়া ইবনে উষাইমীন ৪/১৩৭
[2]. মাজমূউ ফাতাওয়া ইবনে উষাইমীন ৪/১৩৭