লগইন করুন
৮৯- জাবের রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু যবেহ করলেন, ‘অতপর মাথা মুণ্ডন করলেন।’[1]
৯০- ‘কুরবানীর দিন মিনাতে’[2] মানুষের প্রশ্নোত্তরের জন্য বসলেন, ‘সে দিনের’[3] আমলগুলোতে ‘আগে পরে হয়েছে ’[4]এমন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন,
«لاَ حَرَجَ لاَ حَرَجَ»
‘কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই’।
৯১- এক ব্যক্তি এসে বললেন, আমি যবেহ করার পূর্বে মাথা মুণ্ডন করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
«وَلاَ حَرَج»
‘কোনো সমস্যা নেই।’
৯২- অন্য একজন এসে বললেন, ‘আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে মাথা মুণ্ডন করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
«لاَ حَرَجَ»
‘কোন সমস্যা নেই।’
৯৩- ‘আরেক জন বললেন, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে তাওয়াফ করেছি, তিনি বললেন,
«لاَ حَرَجَ»
‘কোন সমস্যা নেই।’[5]
৯৪- ‘অন্য আরেক ব্যক্তি এসে বলল, আমি পশু যবেহের আগে তাওয়াফ করেছি। তিনি বললেন, যবেহ কর।
«لاَ حَرَجَ»
‘কোন সমস্যা নেই।’[6]
৯৫- অন্য আরেক ব্যক্তি এসে বললেন, ‘আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে পশু যবেহ করেছি। তিনি বললেন,
«ارْمِ ، وَلاَ حَرَجَ»
‘নিক্ষেপ কর। কোন সমস্যা নেই।’ [7]
৯৬- ‘অতপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
«قَدْ نَحَرْتُ هَهُنَا وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ»
‘আমি এখানে যবেহ করলাম, আরা মিনা পুরোটাই যবেহের স্থান।’[8]
৯৭- وَكُلُّ فِجَاجٍ مَكَّةَ طَرِيْقٌ وَمَنْحَرٌ» ‘মক্কার প্রতিটি অলিগলি, চলার পথ এবং যবেহের স্থান।’[9]
৯৮- فانحروا من رحالكم ‘অতএব, তোমরা তোমাদের অবস্থানস্থলে পশুসমূহ থেকে যবেহ কর।’[10]
[2]. ইবন মাজাহ্।
[3]. ইবন মাজাহ্।
[4]. ইবন মাজাহ্।
[5]. দারমী, ইবন মাজাহ্।
[6]. তাহাবী।
[7]. মুসনাদে আহমদ।
[8]. মুসনাদে আহমদ।
[9]. আবূ দাউদ।
[10]. মুসলিম।