কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
হজ উমরা ও যিয়ারত প্রথম অধ্যায় : হজ-উমরা কী, কেন ও কখন ইসলামহাউজ.কম
হজ-উমরার সংজ্ঞা
হজ :
হজের আভিধানিক অর্থ ইচ্ছা করা।[1] শরীয়তের পরিভাষায় হজ অর্থ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু জায়গায়, নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করা।[2]
উমরা :
উমরার আভিধানিক অর্থ : যিয়ারত করা। শরীয়তের পরিভাষায় উমরা অর্থ, নির্দিষ্ট কিছু কর্ম অর্থাৎ ইহরাম, তাওয়াফ, সাঈ ও মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে বায়তুল্লাহ শরীফের যিয়ারত করা।[3]
[1]. ইবনুল আসীর, নিহায়া : ১/৩৪০।
[2]. ইবন কুদামা, আল-মুগনী : ৫/৫।
[3]. ড. সাঈদ আল-কাহতানী, আল-উমরাতু ওয়াল হাজ্জ ওয়ায যিয়ারাহ, পৃ. ৯।
[2]. ইবন কুদামা, আল-মুগনী : ৫/৫।
[3]. ড. সাঈদ আল-কাহতানী, আল-উমরাতু ওয়াল হাজ্জ ওয়ায যিয়ারাহ, পৃ. ৯।