কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
হারাম ও কবিরা গুনাহ হারাম ও কবীরা গুনাহ্ পরিচিতি মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৬০. শিগার বিবাহ্
শিগার বিবাহ্ তথা একজন অপরজনকে এমন বলা যে, আমি তোমার নিকট আমার বোন বা মেয়েটিকে বিবাহ্ দিচ্ছি এ শর্তে যে, তুমি আমার নিকট তোমার বোন বা মেয়েটিকে বিবাহ্ দিবে। তবে তাতে কোন ধরনের মোহরের আদান-প্রদান হবে না অথবা হতেও পারে এমন কাজ হারাম।
আবূ হুরাইরাহ্, জাবির বিন্ আব্দুল্লাহ্ ও আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাঃ) থেকে বর্ণিত তাঁরা বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ عَنِ الشِّغَارِ.
‘‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার বিবাহ্ করতে নিষেধ করেন’’। (মুসলিম ১৪১৫, ১৪১৬, ১৪১৭)
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
لَا شِغَارَ فِيْ الْإِسْلَامِ.
‘‘ইসলাম ধর্মে শিগার বিবাহ্ বলতে কিছুই নেই’’। (মুসলিম ১৪১৫)