যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি যাদুর প্রতিকার ওয়াহীদ বিন আব্দুস সালাম বালী
দু'আ ও আয়াত - ১২

১২।

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ، فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ، وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ، وَقُلْ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ

অর্থঃ “তোমরা কি এই ধারণা করছ যে, তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করেছি। আর তোমরা আমার কাছে ফিরে আসবে না। অতএব আল্লাহ মহান যিনি প্রকৃত বাদশাহ। তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই আর তিনি মোবারক আরশের প্রভু। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করবে এর তার উপর কোন প্রমাণ নেই, তার হিসাব তার পালনকর্তার নিকট আছে। নিশ্চয় কাফেররা সফলকাম হবে না। বলুনঃ হে আমার পালনকর্তা ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী।” (সূরা মু'মিনুনঃ ১১৫-১১৮)।