কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
হাদীসের নামে জালিয়াতি অন্যান্য কিছু বানোয়াট হাদীস ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. মনোযোগ ছাড়া সালাত হবে না
‘হাদীস’ বলে প্রচলিত আরেকটি ভিত্তিহীন বানোয়াট কথা:
لاَ صَلاَةَ إِلاَّ بِحُضُوْرِ الْقَلْبِ
‘‘অন্তরের উপস্থিতি (মনোযোগ) ছাড়া সালাত হবে না।’’
সালাতের মধ্যে মনোযোগের গুরুত্ব কুরআন ও বিভিন্ন সহীহ হাদীস থেকে বুঝা যায়। তবে এ কথাটি হাদীস নয়; বরং সনদবিহীন বানোয়াট কথা।