কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 হাদীসের নামে জালিয়াতি  অন্যান্য কিছু বানোয়াট হাদীস    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ১. দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র      
      
   
      আমরা জানি যে, আখিরাতের জন্য দুনিয়াতে কর্ম করতে হবে। তবে এ অর্থে একটি ‘হাদীস’ প্রচলিত, যা ভিত্তিহীন। ‘হাদীসটিতে’ বলা হয়েছে:
اَلدُّنْيَا مَزْرَعةُ الآخِرَةِ
‘‘দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র।’’
কথাটির অর্থ সঠিক হলেও তা হাদীস নয়। কোনো সহীহ, যয়ীফ বা মাউযূ সনদেও কথাটি কোথাও বর্ণিত হয় নি।[1]
 [1] সাগানী, আল-মাউদূ‘আত, পৃ. ৬৪; সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ২২৭; তাহির পাটনী, তাযকিরা, পৃ. ১৭৪; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ১২৩; আল-মাসনূ, পৃ. ৭১; আজলূনী, কাশফুল খাফা ১/৪৯৫; দরবেশ হূত, আসনাল মাতালিব, পৃ. ১১০।