কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 হাদীসের নামে জালিয়াতি  বয়সের ফযীলত ও বয়স্কের সম্মান   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৪. ৪০ বৎসর বয়সেও ভাল না হলে জাহান্নামের প্রস্ত্ততি      
      
   
      আরেকটি বানোয়াট কথা:
مَنْ أَتَى عَلَيْهِ أَرْبَعُوْنَ سَنَةً فَلَمْ يَغْلِبْ خَيْرُهُ عَلَى شَرِّهِ فَلْيَتَجَهَّزْ إِلَى النَّارِ
‘‘যার বয়স চল্লিশ হলো, অথচ তার মধ্যে খারাপের চেয়ে ভাল বেশি হলো না; সে জাহান্নামের জন্য প্রস্ত্তত হোক।’’[1]
 [1] ইবনুল জাওযী, আল-মাউদূয়াত ১/১২৩-১২৮; ইবনু আর্রাক, তানযীহ ১/২০৫-২০৬।