কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
হাদীসের নামে জালিয়াতি বিবাহ, পরিবার ও দাম্পত্য জীবন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
২. বিবাহিতের ২ রাক‘আত অবিবাহিতের ৮২ রাক‘আত
আরেকটি প্রচলিত জাল হাদীস:
رَكْعَتَانِ مِنَ الْمُتَأَهِّلِ خَيْرٌ مِنِ اثْنَتَيْنِ وَثَمَانِيْنَ رَكْعَةً مِنَ الأَعْزَبِ
‘‘অবিবাহিতের ৮২ রাক‘আত অপেক্ষা বিবাহিতের দু রাক‘আত উত্তম।’’
কুরআন ও হাদীসে বিবাহের নির্দেশ দেয়া হয়েছে এবং বিবাহের ফযীলতও বর্ণনা করা হয়েছে। কিন্ত এ হাদীস দুটি জাল ও বানোয়াট।[1]
[1] ইবনুল জাওযী, আল-মাউদূ‘আত ২/১৬৪; যাহাবী, মীযানুল ই’তিদাল ৬/২১; ইবনু হাজার, লিসানুল মীযান ৫/১৫; সুয়ূতী, আল-লাআলী ২/১৬০; ইবনু আর্রাক, তানযীহ ২/২০৫; তাহির পাটনী, তাযকিরা, পৃ. ১২৫; শাওকানী, আল-ফাওয়াইদ ১/১৫৬; আলবানী, যায়ীফাহ ২/৯৮-৯৯, যায়ীফুল জামি, পৃ. ৪৬০।