কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 হাদীসের নামে জালিয়াতি  রাসূলুল্লাহ (ﷺ) বিষয়ক জাল হাদীস   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ১২. রাসূলুল্লাহর নূরে ধান-চাউল সৃষ্টি!      
      
   
      জালিয়াতদের বানানো আরেকটি মিথ্যা কথা:
الأَرُزُّ مِنِّي وأنا مِنَ الأَرُزِّ خُلِقَتِ الأَرُزُّ مِنْ بَقِيَّةِ نُوْرِيْ
‘‘চাউল আমা হতে এবং আমি চাউল থেকে। আমার অবশিষ্ট নূর থেকে চাউলকে সৃষ্টি করা হয়।’’[1]
 [1] সাগানী, আল-মাউদূ‘আত, পৃ. ৬৭; তাহির পাটনী, তাযকিরা, পৃ. ১৪৭; শাওকানী, আল-ফাওয়াইদ ১/২১১।