হাদীসের নামে জালিয়াতি (ক) মহান স্রষ্টা বিষয়ক জাল হাদীস [স্রষ্টা, সৃষ্টি ও পূর্ববর্তী নবীগণ ] ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. জান্নাতের অধিবাসীদের দাড়ি থাকবে না

জান্নাতের অধিবাসীগণের কোন দাড়ি থাকবে না। সবাই দাড়িহীন যুবক হবেন। শুধুমাত্র আদমের (আঃ) দাড়ি থাকবে। কেউ বলেছে: শুধুমাত্র মূসার (আঃ), বা হারুনের (আঃ) দাড়ি থাকবে বা ইবরাহীম (আঃ) ও আবু বাকরের (রা) দাড়ি থাকবে। এ গুলো সবই বানোয়াট ও বাতিল কথা।[1]

[1] যাহাবী, মীযানুল ইতিদাল ৩/৩৯৩; মোল্লা কারী, আল-আসরার, পৃ: ৭৫; আল-মাসনূ‘য়, পৃ: ৩৮-৩৯; যারকানী, মুখতাসারুল মাকাসিদ, পৃ: ৭৪।