কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 হাদীসের নামে জালিয়াতি  অশুদ্ধ হাদীসের বিষয়ভিত্তিক মূলনীতি   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ২৪. ঋণ থেকে উপকার নেওয়াই সুদ      
      
   
      আল্লামা মাউসিলী বলেন, একটি কথা প্রচলিত আছে:
كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعاً فَهُوَ رِباً
‘‘যে কোনো কর্জ থেকে উপকার নেয়াই সুদ।’’ এ অর্থে বর্ণিত হাদীসের সনদ সহীহ নয়। হাদীসে সুদের সুনির্ধারিত সংজ্ঞা ও পরিচিতি রয়েছে।