কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
দ্বীনী প্রশ্নোত্তর আকিদা'হ ও তাওহীদ আবদুল হামীদ ফাইযী
কিয়ামতে মানুষকে তাঁর মায়ের নাম ধরে ডাকা হবে, নাকি বাপের নাম ধরে?
কিয়ামতে মানুষকে তাঁর বাপের নাম ধরে ডাকা হবে। যেমন হাদিসে এ কথা স্পষ্টভাবে এসেছে। ৪৪ তাছাড়া নবী (সঃ) বলেন, “আল্লাহ যখন পূর্বেকার ও পরেকার সকল মানুষকে কিয়ামতের দিন সমবেত করবেন, তখন প্রত্যেক (প্রতিশ্রুতি ভঙ্গকারী) প্রতারকের জন্য একটি করে পতাকা উড্ডয়ন করা হবে, আর বলা হবে, ‘এ হল অমুক (লোকের) পুত্র অমুক (লোকের) প্রতারনা।’ ৪৫ পক্ষান্তরে মায়ের নাম ধরে ডাকার হাদিস সহীহ নয়। ৪৬
৪৪ (আবূ দাঊদ)
৪৫ (মুসলিম ১৭৩৫ নং, ইবনে হিব্বান, বাইহাকী)
৪৬ (আলবানী, সিঃ যয়ীফাহ ৪৩৩ নং)
৪৫ (মুসলিম ১৭৩৫ নং, ইবনে হিব্বান, বাইহাকী)
৪৬ (আলবানী, সিঃ যয়ীফাহ ৪৩৩ নং)