রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল নবম অধ্যায় - যাতে রোযা নষ্ট ও বাতিল হয় আবদুল হামীদ ফাইযী
১০। বেহুশ হওয়া

রোযাদার যদি ফজর থেকে নিয়ে মাগরেব পর্যন্ত বেহুশ থাকে, তাহলে তার রোযা শুদ্ধ হবে না এবং তাকে ঐ দিনের রোযা কাযা রাখতে হবে। আর এ কথা পূর্বে আলোচিত হয়েছে।