কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
মুখতাসার যাদুল মা‘আদ অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
ঘর থেকে বের হওয়ার সময় তিনি বলতেন
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللهِ
‘‘বিসমিল্লাহ্ (আমি আল্লাহর নামে ঘর থেকে বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করেছি। আল্লাহর সাহায্য ব্যতীত গুনাহ হতে বিরত থাকা যায়না এবং আল্লাহর তাওফীক ছাড়া আনুগত্য করার ক্ষমতা লাভ করা যায়না’’। [1]
[1]. আবু দাউদ, আলএ্র, হা/৫০৯৫, সহীহ আত- তিরমিযী, মাপ্র. হা/৩৪২৬, মিশকাত, মাশা. হা/২৪৪৩, সহীহ, আলবানী রহঃ)