কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 মুখতাসার যাদুল মা‘আদ   অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন   ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)          
      
   
     যে সমস্ত মালের যাকাত দিতে হয়      
      
   
      তিনি চার প্রকার মালের মধ্যে যাকাত ফরয করেছেন। কেননা এগুলোই মানুষের মাঝে সর্বাধিক আদান-প্রদান ও হস্তান্তরিত হয় এবং এগুলোর প্রতিই মানুষের প্রয়োজন সবচেয়ে বেশী।
- ক. যমীন থেকে উৎপন্ন ফসল ও ফল।
- খ. চতুষ্পদ জন্তু যেমন উট, গরু ও ছাগল।
- গ. স্বর্ণ-রোপ্য, যার উপর অর্থনৈতিক লেনদেনের মূল ভিত্তি।
- ঘ. ব্যবসায়িক বিভিন্ন পণ্য।