কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা কংকর নিক্ষেপ رَمْيُ الْجِمَارِ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৩৭- ১০ই যিলহজ্জ অর্থাৎ ঈদের দিনে আমাদের কী কী কাজ আছে?
নিম্নবর্ণিত ৪টি কাজঃ
(১) কংকর নিক্ষেপ [শুধুমাত্র বড় জামারায়],
(২) কুরবানী করা,
(৩) চুল কাটা
(৪) তাওয়াফ করা অর্থাৎ তাওয়াফুল ইফাদা বা ফরয তাওয়াফ। এ দিনে না পারলে পরবর্তী ২ দিনের মধ্যে বা অন্য যে কোন সময় করলেও চলবে।