কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
(৪৫) তাওহীদে উলুহিয়্যাহর বিপরীত বিষয়টি কী?
তাওহীদে উলূহিয়্যাহর বিপরীত হচ্ছে শির্ক। শির্ক দুই প্রকার।
(১) শির্কে আকবর তথা বড় শির্ক। এটি তাওহীদে উলুহিয়্যার সম্পূর্ণ বিপরীত, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়।
(২) শির্কে আসগার বা ছোট শির্ক। এটি পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। তবে ইহা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না।