লগইন করুন
নিরুদ্বিগ্ন, নির্বিবাদী দেশ, জাতি বা জনপদকে আতঙ্কিত ও সন্ত্রস্ত করা বাইবেলের যুদ্ধের বা বাইবেলীয় ঈশ্বরের অন্যতম উদ্দেশ্য। এ প্রসঙ্গে বাইবেল বলছে: ‘‘সেই দিন আরামে থাকা ইথিওপিয়াকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার হুকুমে জাহাজে করে বের হয়ে যাবে।’’ (ইহিস্কেল ৩০/৯)
ইংরেজি ‘‘KJV: to make the careless Ethiopians afraid; RSV: to terrify the unsuspecting Ethiopians: নিরুদ্বিগ্ন ইথিওপীয়দেরকে সন্ত্রস্ত করার জন্য।’’
বাইবেল অন্যত্র বলেছে: ‘‘অদ্যাবধি আমি সমস্ত আকাশম-লের নীচে স্থিত জাতিগণের উপরে তোমা হইতে আশঙ্কা ও ভয় স্থাপন করিতে আরম্ভ করিব; তাহারা তোমার সমাচার পাইবে, ও তোমার ভয়ে কম্পমান ও ব্যথিত হইবে।’’ কি. মো.-০৬: ‘‘আজ থেকে আমি দুনিয়ার সমস্ত জাতির মধ্যে তোমাদের সম্বন্ধে একটা ভয়ের ভাব ও কাঁপুনি ধরাতে শুরু করব। তারা তোমাদের কথা শুনলে কাঁপতে থাকবে এবং তোমাদের দরুন তাদের মনে ভীষণ দুশ্চিন্তা জাগবে।’’ (দ্বিতীয় বিবরণ ২/২৫)