লগইন করুন
ঈশ্বর লুণ্ঠিত সম্পদের মধ্যে থেকে তাঁর খাজনা দাবি করেন: ‘‘এর পর মাবুদ মূসাকে বললেন... লুটের মাল সব কিছু দু’ভাগ করে ... সেই সব সৈন্যদের ভাগে যত মানুষ, গরু, গাধা, ভেড়া ও ছাগল পড়বে তার প্রতি পাঁচশো থেকে একটা করে মাবুদের খাজনা হিসেবে আলাদা করে রাখতে হবে।’’ (শুমারী ৩১/২৫-২৮) ‘‘এগুলোর মধ্য থেকে মাবুদের পাওনা খাজনা হল ছ’শো পঁচাত্তরটা ভেড়া ও ছাগল, ছত্রিশ হাজার গরু, ত্রিশ হাজার পাঁচশো গাধা এবং বত্রিশ জন অবিবাহিতা সতী মেয়ে।’’ (শুমারী ৩১/৩৬-৪০)
আমরা জানি না, ঈশ্বর এ সকল প্রাণি ও কুমারী ‘অবিবাহিতা সতী’ মেয়েদের নিয়ে কী করেছিলেন? তবে বাইবেলের বিধান অনুসারে ঈশ্বরের প্রাপ্য প্রাণিগুলো ‘কোরবানি’ করে পুড়িয়ে ফেলা হয়। পোড়া মাংসের খোশবুতে ঈশ্বর প্রীত হন। তাহলে এ বত্রিশ জন কুমারী মেয়েকেও কি এভাবে ‘পোড়ানো কোরবানি’ করা হয়েছিল? তাদের পোড়া মাংস ও চর্বির খোশবুতে কি ঈশ্বর প্রীত হয়েছিলেন?