পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯.৪.২. ঈশ্বরের তীর ও তলোয়ারের রক্তপান ও মাংসভক্ষণ

বাইবেলের বর্ণনায় ঈশ্বর ঘোষণা করেছেন যে, তাঁর তীরগুলো রক্তপানে মাতাল হবে এবং তাঁর তলোয়ার মাংস ভক্ষণ করবে। শুধু নিহতদেরই নয়; বন্দিদেরও রক্তপানে মত্ত হবে তাঁর তীরগুলো। আর শত্রুদের মস্তক ভক্ষণ করবে তাঁর তরবারি: ‘‘আমি নিজ বান সকল মত্ত করিব রক্ত পানে: হত ও বন্দি লোকদের রক্ত পানে, আমার খড়গ মাংস ভক্ষণ করিবে, শত্রু সেনানিগণের মস্তক (খাইবে)।’’ কিতাবুল মোকাদ্দস-০৬: ‘‘মেরে ফেলা আর বন্দি লোকদের রক্ত খাইয়ে আমার তীরগুলোকে আমি মাতাল করে তুলব; আমার তলোয়ার মাংস খাবে, লম্বা-চুলওয়ালা শত্রুর মাথার মাংস খাবে।’’ (দ্বিতীয় বিবরণ ৩২/৪২)