লগইন করুন
বাইবেলীয় যুদ্ধের বিষয়ে বিশেষ লক্ষণীয় যে, বাইবেল ঈশ্বরকে একজন যুদ্ধ-মানব বলে চিত্রিত করেছে। “The LORD is a man of war: the LORD is his name.” আরবি বাইবেলে ‘الرب رجل الحرب’ অর্থাৎ ‘‘সদাপ্রভু/ মাবদু যুদ্ধের মানুষ (যুদ্ধ-মানব); সদাপ্রভু/ মাবুদ তাঁর নাম।’’ (যাত্রাপুস্তক/ হিজরত ১৫/৩)
‘‘a man of war’’ বাক্যাংশের স্বাভাবিক অর্থ যুদ্ধ-মানব বা যুদ্ধের মানুষ। বাইবেলে বিভিন্ন স্থানে এটার অর্থ করা হয়েছে: ‘একজন বড় যোদ্ধা’, ‘একজন সাহসী বীর ও যোদ্ধা’, ‘যোদ্ধা’, ‘বীরযোদ্ধা’ ইত্যাদি। (দেখুন: ইউসা/যিহোশূয় ১৭/১; ১ শামুয়েল ১৬/১৮; ১৭/৩৩; ২ শামুয়েল ১৭/৮; ১ বংশাবলি/ খান্দাননামা ২৮/৩; যিশাইয় ৪২/১৩) কেরির অনুবাদে উপরের শ্লোকটা নিম্নরূপ: ‘‘সদাপ্রভু যুদ্ধবীর; সদাপ্রভু তাঁহার নাম।’’ কি. মো.-০৬ ‘‘তাঁর নাম ‘মাবুদ’; তিনি বীর যোদ্ধা’’। জুবিলী বাইবেল: ‘‘প্রভু মহাযোদ্ধা, প্রভুই তো তাঁর নাম।’’
এভাবে বাইবেলের বর্ণনা অনুসারে ঈশ্বরের একটা মৌলিক পরিচয় যে তিনি একজন যুদ্ধ-মানব বা বীর যোদ্ধা। কাজেই সদাপ্রভুর বিশ্বাসী সেবক ও ধার্মিক মানুষ কখনোই যুদ্ধ বিমুখ হতে পারে না। বাইবেল বিভিন্ন স্থানে বিষয়টা নিশ্চিত করেছে।