কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ২. ১১. আটত্রিশ বছরে ৬ লক্ষ মানুষের মৃত্যু
আমরা দেখেছি, বাইবেলের বর্ণনা অনুসারে মিসর ত্যাগের সময় বনি-ইসরাইলের এগার গোষ্ঠীর যোদ্ধা ছিল ৬ লক্ষ। লেবীয়রা এবং সকল গোত্রের নারী ও অযোদ্ধা কিশোরসহ মোট জনসংখ্যা ছিল আনুমানিক ৩০ লক্ষ। মজার বিষয় হল, এ বিশাল জনশক্তির প্রায় সকলেই মাত্র ৩৮ বছরের মধ্যে মরে গেল: ৩৮ বছরের মধ্যে ৬ লক্ষ যোদ্ধা (২০-৪০ বছর বয়স!) সকলেই মারা গেল (যাত্রাপুস্তক ১২/৩৭ ও দ্বিতীয় বিবরণ ২/১৪)।
অর্থাৎ ৬০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে সকলেই মারা গেল!