কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ১৩. শিশুদের দৈহিক নির্যাতন
বাইবেলে শিশুদের ডান্ডা পেটা করতে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন: ‘‘বালককে শাসন করতে ত্রুটি করো না; তুমি দ- (rod: লৌহদ-) দ্বারা তাকে মারলে সে মরবে না। তুমি তাকে দ- (লৌহদ-: beat him with the rod) দ্বারা প্রহার করবে, পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে।’’ (মেসাল/ হিতোপদেশ ২৩/১৩-১৪, মো.-১৩। আরো দেখুন: হিতোপদেশ: ১৩/২৪; ১৯/১৮; ২২/১৫; ২৯/১৫; ইব্রীয় ১২/৬-৭)।
http://nospank.net/floggers.htm ওয়েবসাইট থেকে পাঠক দেখবেন যে, বাইবেলের এ সকল বক্তব্য কিভাবে ধার্মিক খ্রিষ্টান ও ধর্মপ্রচারকদের শিশু-কিশোরদের উপর দেহিক নির্যাতন করতে উৎসাহ দেয়।