কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ৬. ৪. জিন-ভূত ব্যবহার বা জিন-ভূতের সাথে সম্পর্ক রাখা / ৮. ১. ৬. ৫. জিন-সাধক বা কবিরাজের নিকট যাওয়া
৮. ১. ৬. ৪. জিন-ভূত ব্যবহার বা জিন-ভূতের সাথে সম্পর্ক রাখা
‘‘যে সব পুরুষ বা স্ত্রীলোক ভূতের মাধ্যম হয় কিংবা যারা ভূতের সাথে সম্বন্ধ রাখে তাদের শাস্তি হবে মৃত্যু। তাদের পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। নিজেদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী।’’ (লেবীয় ২০/২৭)
৮. ১. ৬. ৫. জিন-সাধক বা কবিরাজের নিকট যাওয়া
জিন-সাধকের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তেমনি জিন-সাধক বা কবিরাজের কাছে যাওয়া বা তার ভক্ত হওয়াও একইরূপ অপরাধ: ‘‘যে লোক আমার প্রতি বেঈমানী করে ভূতের মাধ্যমের কাছে যায় কিংবা ভূতের সংগে সম্বন্ধ রাখে এমন লোকের কাছে নিজেকে বিকিয়ে দেয় আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলব।’’ (লেবীয় ২০/৬)