কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৬. ২. নবীগণ বিষয়ক অযৌক্তিক-অশোভনীয় তথ্যাদি
বাইবেলে ভাববাদীদের বা নবীদের ও তাঁদের পরিবার সম্পর্কে অকল্পনীয় অশোভন কথা বলা হয়েছে। যে অশ্লীল ও অন্যায় কর্ম একজন অতি সাধারণ মানুষও খারাপ বলে গণ্য করেন, সহজে তা করেন না বা করলেও গোপন রাখেন. বাইবেলের বর্ণনায় নবীরা ও নবী-পরিবারের সদস্যরা সে সকল কর্ম অবলীলায় করেন। নিম্নে নবীদের বিষয়ে বাইবেলের কিছু অশোভন বক্তব্য উদ্ধৃত করছি।