কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ৯. ৩. ঈশ্বর কাউকে পরীক্ষা করেন অথবা করেন না?
বাইবেলের কোথাও বলা হয়েছে যে, ঈশ্বর মানুষকে পরীক্ষা বা প্রলুব্ধ (Tempt) করেন। অন্যত্র বলা হয়েছে যে, তিনি মানুষকে পরীক্ষা বা প্রলুব্ধ করেন না। আদিপুস্তক/ পদয়াশে ২২/১: ‘‘এসব ঘটনার পরে আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন (God did tempt Abraham)
কিন্তু এর বিপরীতে যাকোব/ইয়াকুব ১/১৩: ‘‘পরীক্ষার সময়ে কেউ না বলুক, আল্লাহ থেকে আমার পরীক্ষা হচ্ছে (I am tempted of God); কেননা মন্দ বিষয়ের দ্বারা আল্লাহর পরীক্ষা করা যায় না, আর তিনি কারো পরীক্ষা করেন না।’’