কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ৫. ৩২. যীশু ক’জনকে দৃষ্টি দান করলেন?
মার্ক লেখেছেন, জেরিকো হতে বের হওয়ার পরে তিনি পথে ‘তিময়ের পুত্র বরতিময়’ নামক একজন অন্ধকে দেখতে পান এবং তাকে সুস্থ করেন। কিন্তু মথি লেখেছেন যে, জেরিকো হতে বের হওয়ার পরে তিনি দুজন অন্ধকে দেখতে পান, যারা পথের পাশে বসেছিল এবং তিনি তাদেরকে সুস্থ করেন। (মথি ২০/২৯-৩৪ ও মার্ক ১০/৪৬-৫২)। আমরা দেখেছি যে, এক-কে অধিক বানানো মথির সুপরিচিত অভ্যাস।