কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ৫. ৩১. যীশু কর্তৃক রোগমুক্তদের সংখ্যা বর্ণনায় বৈপরীত্য
মার্ক লেখেছেন যে, উক্ত ‘অ-ইহুদি’ স্ত্রীলোকের মেয়েটাকে সুস্থ করার পরে যীশু গালীল সমুদ্রের ধারে একজন ‘বধির ও তোৎলাকে’ সুস্থ করেন। মথি তাঁর বৈশিষ্ট্য অনুসারে একজনকে অনেক বানিয়েছেন। তিনি লেখেছেন: আর অনেক লোক তাঁর কাছে আসলে লাগল, তারা তাদের সঙ্গে খঞ্জ, অন্ধ, বোবা, নুলা এবং আরও অনেক লোককে নিয়ে তাঁর পায়ের কাছে ফেলে রাখল; আর তিনি তাদেরকে সুস্থ করলেন।’’ (মার্ক ৭/৩১-৩৭ ও মথি ১৫/২৯-৩১, মো.-১৩)