লগইন করুন
তালুতের মেয়ে মীখল নিঃসন্তান ছিলেন, না তার সন্তান ছিল সে বিষয়ে বাইবেলে পরস্পরবিরোধী বক্তব্য বিদ্যমান। এক স্থানে বলা হয়েছে যে, তিনি নিঃসন্তান ছিলেন: ‘‘তালুতের কন্যা মীখলের মরণকাল পর্যন্ত সন্তান হল না।’’ (Michal the daughter of Saul had no child unto the day of her death)।’’ (২ শামুয়েল ৬/২৭, মো.-১৩)
কিন্তু এ পুস্তকেরই ১৫ অধ্যায় পরে বিপরীত তথ্য: ‘‘মহোলাতীয় ব©র্র্সল্লয়ের পুত্র অদ্রীয়েলের জন্য তালুতের কন্যা মীখল যে পাঁচ জন পুত্র প্রসব করেছিল, তাদের নিয়ে বাদশাহ গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন।’’ ( ২ শামুয়েল ২১/৮, মো.-১৩)
এখানে কোনো কোনো সংস্করণে শৌলের কন্যা ‘মীখল’ নামটা পরিবর্তন করে ‘মেরব’ (Merab) লেখা হয়েছে। আমরা উপরে কিতাবুল মোকাদ্দস-২০১৩-এর অনুবাদ লেখেছি। কেরির পাঠ একইরূপ। জুবিলী বাইবেলও একইরূপ: ‘‘মেহোলাতীয় বার্সিল্লায়ের সন্তান আদ্রিয়েলের ঘরে সৌলের কন্যা মিখাল যে পাঁচটা ছেলে প্রসব করেছিল, তাদের নিয়ে রাজা গিবেয়োনীদের হাতে তুলে দিলেন ...।’’ কিন্তু বাইবেল-২০০০ ও মোকাদ্দস-০৬ মীখল-এর পরিবর্তে মেরব লেখেছে : ‘‘ শৌলের/তালুতের মেয়ে মেরবের গর্ভের ... পাঁচজন ছেলেকে নিয়ে গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন।’’