পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় - পাণ্ডুলিপি, প্রামাণ্যতা ও অভ্রান্ততা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
২. ১৩. নতুন নিয়মের অন্যান্য পুস্তক

সুপ্রিয় পাঠক, নতুন নিয়মের সাতাশটা পুস্তকের মধ্য থেকে ‘ইঞ্জিল’ (euaggelos/ evangel/ Gospel) নামে প্রচলিত চারটা পুস্তকের বিষয়ে আমরা উপরে আলোচনা করলাম। অবশিষ্ট তেইশটা পুস্তকের মধ্যে চৌদ্দটা সাধু পলের নামে, চারটা যোহনের/ ইউহোন্নার নামে, দুটা পিতরের নামে প্রচলিত। বাকি তিনটা পুস্তকের একটা লূকের, একটা যাকোবের/ ইয়াকুবের ও একটা যিহূদা/ এহূদার নামে প্রচলিত।