পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় - পাণ্ডুলিপি, প্রামাণ্যতা ও অভ্রান্ততা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
২. ১২. ৬. হারিয়ে গেল মূল ইঞ্জিল

উইকিপিডিয়ার তথ্য থেকে আমরা দেখেছি যে, মূল হিব্রু-আরামাইক ইঞ্জিলের সাথে প্রচলিত গ্রিক ইঞ্জিলগুলোর সম্পর্ক কেউ বলতে পারেন না। কারণ মূল হিব্রু-আরামাইক ইঞ্জিলটা একেবারেই হারিয়ে গিয়েছে। কয়েকটা কারণে এরূপ ঘটেছে বলে প্রতীয়মান হয়: (১) নিজেদেরকে ইহুদি বলে বিশ্বাস করা, (২) অচিরেই কিয়ামত হবে বলে বিশ্বাস করা এবং (৩) হিব্রু ইঞ্জিল নির্মূল করার প্রচেষ্টা।