কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় - পাণ্ডুলিপি, প্রামাণ্যতা ও অভ্রান্ততা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
২. ১১. ১. ৬. বিদ্যমান পুস্তকগুলোর বক্তব্য ও ভুলভ্রান্তি
পরবর্তী আলোচনায় আমরা দেখব যে, ‘তৌরাত’ নামে পরিচিত এ পঞ্চপুস্তকের মধ্যে অগণিত ভুল ও সাংঘর্ষিক তথ্য বিদ্যমান। যা নিশ্চিতভাবে প্রমাণ করে এ পুস্তকগুলো ঐশী বা আসমানী পুস্তক নয়। এমনকি এগুলো কোনো একক ব্যক্তির লেখা বা সংকলন নয়। বরং হাজার বছর ধরে পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে এ সকল পুস্তক বর্তমান রূপ পেয়েছে। ফলে এগুলোর মধ্যে ব্যাপক ভুলভ্রান্তি ও বৈপরীত্য অনুপ্রবেশ করেছে।