কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা প্রথম অধ্যায় - বাইবেল পরিচিতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
১. ৫. ৫. ১. আঙ্গুরের জুস খেয়েও মানুষ মাতাল হয়
অবাক বিস্ময়ে পাঠক বাংলা বাইবেলে বারবার পড়বেন, আঙ্গুর রস খেলে মানুষ মাতাল হয় (গীতসংহিতা ৭৮/৬৫)। ‘‘আফরাহীমের ইমাম ও নবীরা এখন আঙ্গুর-রস খেয়ে টলে ও মাতলামি করে...’’ (ইশাইয়া/ যিশাইয় ২৮/৭)। ‘‘আঙ্গুর রস খেয়ে ভীষণ মাতাল লোকের মত হয়েছি’’ (যিরমিয়/ইয়ারমিয়া ২৩/৯)। ‘‘আঙ্গুর রস খেয়ে টলতে থাকবে।’’ (যিরমিয় ২৫/১৫)। আঙ্গুর-রস খেয়ে কি পাঠক কখনো টলেছেন ও মাতলামি করেছেন? ভীষণ মাতাল হয়েছেন?