লগইন করুন
উপরের তালিকা থেকে আমরা দেখছি যে, প্রচলিত ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট নতুন নিয়মের মধ্যে ২৭টা পুস্তক থাকলেও বর্তমানে বিদ্যমান প্রাচীন ও আধুনিক নতুন নিয়ম বা চার্চ স্বীকৃত নতুন নিয়ম (New Testament canon)-এর মধ্যে ৪০টা পুস্তক বিদ্যমান। এখানে উল্লেখ্য যে, এ ছাড়া আরো শতাধিক ইঞ্জিল, পত্র ও পুস্তক প্রথম শতাব্দীগুলোর খ্রিষ্টানদের মধ্যে ‘ইঞ্জিল শরীফ’ ও ‘নতুন নিয়মের আসমানি পুস্তক’ হিসেবে প্রচলিত ছিল। তবে সেগুলো কোনো চার্চ স্বীকৃত ‘নতুন নিয়মের’ মধ্যে স্থান পায়নি। এগুলোকে নতুন নিয়মের গোপন, সন্দেহজনক বা জাল পুস্তক (New Testament apocrypha) অথবা সন্দেহজনক বা গোপন নতুন নিয়ম (Apocryphal New Testament) বলা হয়। এ বিষয়ে এনকার্টার Bible প্রবন্ধের The New Testament পরিচ্ছেদের precanonical writings অর্থাৎ ‘চার্চস্বীকৃত নতুন নিয়ম সৃষ্টির আগের লেখালেখি’ প্রসঙ্গে বলা হয়েছে:
“The 27 books of the New Testament are only a fraction of the literary production of the Christian communities in their first three centuries. ... As many as 50 Gospels were in circulation during this time.” ‘‘খ্রিষ্টান সম্প্রদায়গুলো খ্রিষ্টীয় প্রথম তিন শতকে যা কিছু লেখেছিল ২৭টা পুস্তক হচ্ছে তার অতি সামান্য অংশ। ... এ সময়ে প্রায় ৫০টা ইঞ্জিল প্রচলিত ছিল।’’
এনকার্টার সন্দেহজনক নতুন নিয়ম (Apocryphal New Testament) প্রবন্ধে বলা হয়েছে: Apocryphal New Testament ... title that refers to more than 100 books written by Christian authors between the 2nd and 4th centuries. ‘‘সন্দেহজনক নতুন নিয়ম.. বলতে এক শতেরও অধিক পুস্তক বুঝানো হয় যেগুলো খ্রিষ্টান লেখকরা ২য় থেকে ৪র্থ শতাব্দীর মধ্যে লেখেছিলেন।’’
আমরা উইকিপিডিয়ার The New Testament apocrypha ও The Lost Books of the Bible and the Forgotten Books of Eden প্রবন্ধ থেকে, http://www.biblestudytools.com/ apocrypha/ ওয়েবসাইট এবং http://www.interfaith.org/christianity/apocrypha/ ওয়েবসাইট থেকে নিম্নে নতুন নিয়মের দেড় শতাধিক বইয়ের তালিকা প্রদান করছি। এগুলোর কয়েকটা পুস্তক এখনো প্রচলিত কোনো কোনো বিধিবদ্ধ বা স্বীকৃত (canonical) নতুন নিয়মের মধ্যে বিদ্যমান।
ক্রম |
ইংরেজি নাম |
বাংলা নাম |
1 |
Gospel of the Ebionites |
এবোনাইটদের ইঞ্জিল |
2 |
Gospel of the Hebrews |
হিব্রুগণের ইঞ্জিল |
3 |
Gospel of the Nazarenes |
নাসারাগণের (নাযারীন) ইঞ্জিল |
4 |
Gospel of Marcion |
মারসিওনের ইঞ্জিল |
5 |
Gospel of the Lord (Marcion) |
প্রভুর ইঞ্জিল (মারসিওন) |
6 |
Gospel of Mani |
মানির ইঞ্জিল |
7 |
Gospel of Apelles |
এপিলিসের ইঞ্জিল |
8 |
Gospel of Bardesanes/ Bardaisan |
বারডাইসানে ইঞ্জিল |
9 |
Gospel of Basilides |
বাসিলাইডসের ইঞ্জিল |
10 |
Gospel of Thomas |
থমাসের ইঞ্জিল |
11 |
Gospel of Peter |
পিতরের ইঞ্জিল |
12 |
Gospel of Barnabas |
বার্নাবাসের ইঞ্জিল |
13 |
Gospel of Nicodemus |
নিকোডেমাসের ইঞ্জিল |
14 |
Gospel of Bartholomew |
বার্থলমেয়র ইঞ্জিল |
15 |
Gospel of Judas (Iscariot) |
জুডাস (ইস্করিয়ট)-এর ইঞ্জিল |
16 |
Gospel of Mary (Magdalene) |
মেরি (মগ্দিলিন)-এর ইঞ্জিল |
17 |
Gospel of the Nativity of Mary |
মেরির জন্মের ইঞ্জিল |
18 |
Gospel of Philip |
ফিলিপের ইঞ্জিল |
19 |
Greek Gospel of the Egyptians |
মিসরীয়দের গ্রিক ইঞ্জিল |
20 |
Coptic Gospel of the Egyptians |
মিসরীয়দের কপ্টিক ইঞ্জিল |
21 |
Gospel of Truth |
সত্যের ইঞ্জিল |
22 |
Egerton Gospel |
ইজার্টন ইঞ্জিল |
23 |
Gospel of Jesus' Wife |
যীশুর স্ত্রীর ইঞ্জিল |
24 |
Gospel of Eve |
হাওয়ার ইঞ্জিল |
25 |
Gospel of the Four Heavenly Realms |
চার স্বর্গীয় অঞ্জলের ইঞ্জিল |
26 |
Gospel of Matthias |
ম্যাথিয়াসের ইঞ্জিল |
27 |
Gospel of Perfection |
বিশুদ্ধতার ইঞ্জিল |
28 |
Gospel of the Seventy |
সত্তরের ইঞ্জিল |
29 |
Gospel of Thaddaeus |
থাড্ডাউসের ইঞ্জিল |
30 |
Gospel of the Twelve |
দ্বাদশের ইঞ্জিল |
31 |
Gospel of Cerinthus |
সেরিন্থাসের ইঞ্জিল |
32 |
Secret Gospel of John/ Apocryphon of John |
যোহনের গোপন ইঞ্জিল |
33 |
Apocryphon of John (long version) |
যোহনের গোপন ইঞ্জিল (দীর্ঘ সংস্করণ) |
34 |
Gospel of the Saviour/ The Unknown Berlin Gospel |
ত্রাণকর্তার ইঞ্জিল (বার্লিনের পরিচয়হীন ইঞ্জিল) |
35 |
The Secret Gospel of Mark |
মার্কের গোপন ইঞ্জিল |
36 |
The Oxyrhynchus Gospels |
অক্সিরিনকাস ইঞ্জিল |
37 |
Infancy Gospel (protevangelium/ Protoevangelium) of James |
যাকোব রচিত শৈশবীয় ইঞ্জিল |
38 |
Infancy Gospel of Matthew/ Birth of Mary and Infancy of the Saviour |
মথি রচিত শৈশবীয় ইঞ্জিল/ মেরির জন্ম ও ত্রাণকর্তার শিশুকাল |
39 |
Infancy Gospel of Thomas Greek A |
থমাস রচিত শৈশবীয় ইঞ্জিল গ্রিক-ক |
40 |
Infancy Gospel of Thomas – Greek B |
থমাস রচিত শৈশবীয় ইঞ্জিল গ্রিক-খ |
41 |
Infancy Gospel of Thomas – Latin |
থমাস রচিত শৈশবীয় ইঞ্জিল ল্যাটিন |
42 |
Syriac Infancy Gospel |
সিরীয় শৈশবীয় ইঞ্জিল |
43 |
Arabic Infancy Gospel |
আরবি শৈশবীয় ইঞ্জিল |
44 |
First Infancy Gospel of Jesus Christ |
যীশু খ্রিষ্টের প্রথম শৈশবীয় ইঞ্জিল |
45 |
History of Joseph the Carpenter |
সুত্রধর যোশেফের ইতিহাস |
46 |
Life of John the Baptist |
যোহন বাপ্তাইজকের জীবনী |
47 |
Pseudo-Cyril of Jerusalem on the Life and the Passion of Christ |
খ্রিষ্টের জীবন ও যন্ত্রণা বিষয়ে জেরুজালেমের সিরিলের নামীয় পুস্তক |
48 |
Diatessaron/ Harmonized gospel |
ডায়টেসরন: সমন্বিত ইঞ্জিল |
49 |
Questions of Bartholomew |
বার্থলমেয়র প্রশ্নাবলি |
50 |
Resurrection of Jesus Christ (according to Bartholomew) |
যীশু খ্রিষ্টের পুনরুত্থান (বার্থলমেয়র মতানুসারে) |
51 |
The Sophia of Jesus Christ |
যীশু খ্রিষ্টের প্রজ্ঞাপুস্তক (সোফিয়া) |
52 |
Coptic Apocalypse of Paul |
পলের নিকট প্রকাশিত বাক্য কপ্টিক |
53 |
Apocalypse of Paul |
পলের নিকট প্রকাশিত বাক্য |
54 |
Apocryphon of James/ Secret Book of James |
যাকোবের নিকট প্রকাশিত বাক্য/ যাকোবের গোপন পুস্তক |
55 |
Book of Thomas the Contender |
প্রতিযোগী থমাসের পুস্তক |
56 |
Dialogue of the Saviour |
ত্রাণকর্তার কথোপকথন |
57 |
Apocalypse of Peter |
পিতরের নিকট প্রকাশিত বাক্য |
58 |
Gnostic Apocalypse of Peter |
পিতরের নিকট প্রকাশিত বাক্য মারফতি |
59 |
Pistis Sophia |
বিশ্বাসের প্রজ্ঞা/ ত্রাণকর্তার প্রজ্ঞা |
60 |
Second Treatise of the Great Seth |
মহান সেথের দ্বিতীয় গবেষণা গ্রন্থ |
61 |
Trimorphic Protennoia |
ট্রায়মরফিক প্রটেনিয়া (ত্রিপর্যায়িক প্রটেনিয়া) |
62 |
Ophite Diagrams |
অফাইট ডায়াগ্রাম (অফাইট রেখাচিত্র) |
63 |
Acts 29 |
প্রেরিতদের কার্যবিবরণী ২৯ |
64 |
Acts of Andrew |
এন্ড্রুর কার্যবিবরণী |
65 |
Acts of Barnabas |
বার্নাবাসের কার্যবিবরণী |
66 |
Acts of John |
যোহনের কার্যবিবরণী |
67 |
Acts of John the Theologian |
ধর্মতাত্ত্বিক যোহনের কার্যবিবরণী |
68 |
Acts of the Martyrs |
শহীদদের কার্যবিবরণী |
69 |
Acts of Paul |
পলের কার্যবিবরণী |
70 |
Acts of Paul and Thecla |
পল ও থেলকার কার্যবিবরণী |
71 |
Acts of Peter |
পিতরের কার্যবিবরণী |
72 |
Acts of Peter and Andrew |
পিতর ও এন্ড্রুর কার্যবিবরণী |
73 |
Acts of Peter and Paul |
পল ও পিতরের কার্যবিবরণী |
74 |
Acts of Peter and the Twelve |
পিতর ও দ্বাদশের কার্য বিবরণী |
75 |
Acts of Philip |
ফিলিপের কার্যবিবরণী |
76 |
Acts of Pilate |
পিলেটের কার্যবিবরণী |
77 |
Acts of Thomas |
থমাসের কার্যবিবরণী |
78 |
Acts of Timothy |
তিমোথির কার্যবিবরণী |
79 |
Acts of Xanthippe, Polyxena, and Rebecca |
যানথিপ, পেলিক্সেনা ও রেবেকার কার্যবিবরণী |
80 |
Acts and Martyrdom of St. Matthew the Apostle |
শিষ্য মথির কার্যবিবরণী ও শহীদ হওয়ার বিবরণ |
81 |
Acts of Thaddeus (Epistles of Pontius Pilate) |
থাড্ডিয়াসের কার্যবিবরণী/ পন্টিয়াস পিলেটের পত্র |
82 |
Acts of Xanthippe and Polyxena |
যানথিপ ও পেলিক্সেনার কার্যবিবরণী |
83 |
Epistle of Barnabas |
বার্নাবাসের পত্র |
84 |
Epistles of Clement 1 |
ক্লিমেন্টের ১ম পত্র |
85 |
Epistles of Clement 2 |
ক্লিমেন্টের ২য় পত্র |
86 |
Epistles of Clement 3 |
ক্লিমেন্টের ৩য় পত্র |
87 |
Epistle of the Corinthians to Paul |
পলের প্রতি করিন্থীয়দের পত্র |
88 |
Epistle of Ignatius to the Smyrnaeans |
স্মিরনীয়দের প্রতি ইগনাটিয়াসের পত্র |
89 |
Epistle of Ignatius to the Trallians |
ট্রালিয়ানদের প্রতি ইগনাটিয়াসের পত্র |
90 |
Epistle of Polycarp to the Philippians |
ফিলিপীয়দের প্রতি পলিকার্পের পত্র |
91 |
Epistle to Diognetus |
ডায়গনেটাসের প্রতি পত্র |
92 |
Epistle to the Laodiceans (Paul) |
লোডিসীয়দের প্রতি পত্র |
93 |
Epistle to Seneca the Younger (Paul) |
যুবক সিনিকার প্রতি পত্র |
94 |
Paul and Seneca |
পল ও সিনিকা |
95 |
Third Epistle to the Corinthians |
করিন্থীয়দের প্রতি তৃতীয় পত্র |
96 |
Epistles of Pontius Pilate |
পন্টিয়া পিলেটের পত্র |
97 |
Letter of Aristeas |
এরিস্টাসের পত্র |
98 |
Apocalypse (Revelation) of Pseudo-Methodius |
মেথোডিয়াসের নামে প্রচারিত প্রকাশিত বাক্য |
99 |
Apocalypse of Thomas |
থমাসের প্রতি প্রকাশিত বাক্য |
100 |
Apocalypse of Stephen |
স্টিফেনের প্রতি প্রকাশিত বাক্য |
101 |
First Apocalypse of James |
যাকোবের প্রতি প্রকাশিত বাক্য ১ |
102 |
Second Apocalypse of James |
যাকোবের প্রতি প্রকাশিত বাক্য ২ |
103 |
Revelation of John the Theologian |
ধর্মতাত্ত্বিক যোহনের প্রতি প্রকাশিত বাক্য |
104 |
Revelation of Paul |
পলের প্রতি প্রকাশিত বাক্য |
105 |
The Shepherd of Hermas |
হারমাসের রাখাল |
106 |
The Home Going of Mary |
মেরির গৃহে প্রত্যাবর্তন |
107 |
The Falling asleep of the Mother of God |
ঈশ্বরের মাতার ঘুমিয়ে পড়া |
108 |
The Descent of Mary |
মেরির অবতরণ |
109 |
Apostolic Constitutions |
শিষ্যদের সংবিধান |
110 |
Book of Nepos |
নেপোসের পুস্তক |
111 |
Canons of the Apostles |
শিষ্যদের কানুন |
112 |
Cave of Treasures |
গুপ্তধনের গুহা |
113 |
Didache (Teachings of the Twelve Apostles) |
বার শিষ্যের শিক্ষামালা |
114 |
Liturgy of St James |
সাধু যাকোবের নীতিমালা |
115 |
Penitence of Origen |
অরিগনের অনুশোচনা |
116 |
Prayer of Paul |
পলের প্রার্থনা |
117 |
Sentences of Sextus |
সেক্সটাসের বিচার |
118 |
Physiologus |
ফিযিওলোগাস (প্রাণিদের কাহিনী) |
119 |
Book of the Bee |
মৌমাছির পুস্তক |
120 |
The Naassene Fragment |
নাসীন পাণ্ডুলিপি |
121 |
The Fayyum Fragment |
ফাইঊম পাণ্ডুলিপি |
122 |
Memoria Apostolorum |
শিষ্যগণের স্মৃতি |
123 |
Martyrdom of Polycarp |
পলিকার্পের শহীদ হওয়া |
124 |
Epistula Apostolorum/ Letter of the Apostles |
শিষ্যগণের পত্র |
125 |
Epistle of Pseudo-Titus |
তিতের নামীয় পত্র |
126 |
Letter of Peter to Philip, |
ফিলিপের প্রতি পিতরের পত্র |
127 |
The Epistles of Jesus to Abgarus |
এবগারাসের প্রতি যীশুর পত্র |
128 |
Decretum Gelasianum or the Gelasian Decree |
জেলাসিআনের ডিগ্রী |
129 |
Acts of Andrew and Matthias |
এন্ড্রু ও ম্যাথিয়াসের কার্যবিবরণী |
130 |
Martyrdom of Bartholomew |
বার্থলমেয়র শহীদ হওয়া |
131 |
Book of John the Evangelist |
ইঞ্জিল প্রচারক যোহনের পুস্তক |
132 |
The Martyrdom of Matthew |
মথির শহীদ হওয়া |
133 |
Teaching of Thaddeus |
থাড্ডিয়াসের শিক্ষা |
134 |
Consummation of Thomas |
থমাসের পরিপূর্ণতা |
135 |
Book of John concerning the dormition of Mary (transitus mariæ) |
মেরির ঊর্ধ্বারোহণ বিষয়ে যোহনের পুস্তক |
136 |
Narrative of Joseph of Arimathaea |
আরিমাথিয়ার যোসেফের বর্ণনা |
137 |
Avenging of the Saviour |
ত্রাণকর্তার প্রতিশোধ |
138 |
Alexandrians |
আলেকজান্দ্রীয়গণ |
139 |
Muratonian Canon (fragment) |
মুরাটোনিয়ান বাইবেল (পাণ্ডুলিপির অংশ) |
140 |
Traditions of Mattias |
মাটিয়াসের ঐতিহ্য |
141 |
Preaching of Peter |
পিতরের প্রচার |
142 |
Didascalia Apostolorum |
ডিডাসক্যালিয়া: শিষ্যগণের নিয়মকানুন |
143 |
Psuedo-Sibylline Oracles (Sibyl) |
সিবিলের নামে প্রচলিত বক্তব্যসমূহ |
144 |
The Apostles' Creed |
প্রেরিতগণের ধর্ম বিশ্বাস |
145 |
The Epistle of Ignatius to the Ephesians |
ইফিষীয় প্রতি ইগনাটিয়াসের পত্র |
146 |
The Epistle of Ignatius to the Magnesians |
মাগনেসীয়দের প্রতি ইগনাটিয়াসের পত্র |
147 |
The Epistle of Ignatius to the Trallians |
ট্রালীয়দর প্রতি ইগনাটিয়াসের পত্র |
148 |
The Epistle of Ignatius to the Romans |
রোমীয়দের প্রতি ইগনাটিয়াসের পত্র |
149 |
The Epistle of Ignatius to the Philadelphians |
ফিলাডেলফীয়দের প্রতি ইগনাটিয়াসের পত্র |
150 |
The Epistle of Ignatius to the Smyrneans |
স্মারনীয়দের প্রতি ইগনাটিয়াসের পত্র |
151 |
The Epistle of Ignatius to Polycarp |
পরিকার্পেপর প্রতি ইগনাটিয়াসের পত্র |
152 |
Letter of Herod To Pilate the Governor |
গভর্নর পীলাতের প্রতি হেরোডের পত্র |
153 |
Letter of Pilate to Herod |
হেরোদের প্রতি পীলাতের পত্র |