প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৪০. কোন প্রকার ইনজেকশানে সিয়াম ভঙ্গ হয়ে যাবে?

রক্তশূন্যতা পূরণজনিত ইনজেকশান। এর কোন এটা পুশ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে শুধুমাত্র ঔষধজনিত হলে সিয়াম ভঙ্গ হবে না।