কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
২৩. কী অবস্থায় কাদের উপর সিয়াম ফরয নয়?
নিম্নবর্ণিত দশ প্রকার মানুষের উপর সিয়াম পালন ফরয নয়, তারা হলো:
১. অমুসলিম।
২. অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ নাবালেগ।
৩. পাগল।
৪. এমন বৃদ্ধলোক যে ভালোমন্দ পার্থক্য করতে পারেনা।
৫. এমন বৃদ্ধ ব্যক্তি যে রোযা রাখতে সামর্থ নয় বা এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই; এমন ব্যক্তিদের উপর ফিদইয়া দেওয়া ওয়াজিব।
৬. মুসাফির।
৭. রোগাক্রান্ত ব্যক্তি।
৮. ঋতুবতী মহিলা।
৯. গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী।
১০. দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত লোককে রক্ষাকারী ব্যক্তি।