কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৯৪. জানাযার নামাযে কাতার কয়টি করতে হবে?
ইমামের পেছনে কমপক্ষে ৩ কাতার হওয়া মুস্তাহাব। একবার এক জানাযায় মাত্র ৭ জন। লোক হাজির ছিলেন। রাসূলুল্লাহ (সা.) তাদেরকে বণ্টন করে প্রথম কাতারে ৩ জন এবং ২য় এবং ৩য় কাতারে ২ জন ২ জন করে দাঁড় করিয়ে মোট ৩ কাতার করেছিলেন।(মাজমাউ যাউয়াই- ৩/৪৩২)। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তিন কাতার লোক হলে মাইয়্যেতের জন্য (জান্নাত) অবধারিত হয়ে যায়। অন্য হাদীসে আছে, আল্লাহ তাকে মাফ করে দেয় (যঈফ আবু দাউদ: ৩১৬৬)। সাহাবী মালেক বিন হুবাইরা (রা.)-র জানাযায় লোক কম হলে ৩ কাতারে ভাগ করে দিতেন। (আবু দাউদ: ২৭৫৩)