কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
মানহাজ (আল-আজবিবাতুল মুফীদাহ) নিত্য নতুন মানহাজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উপকারী জবাব শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান
প্রশ্ন-৮২ : সালাতে কুনুত (কুনুতে নাযিলা) পাঠ করার জন্য কি শাসকদের অনুমতি নেয়া অত্যাবশ্যক?
উত্তর : সালাত একটি ইবাদত। আহলে ইলমদের ফাতওয়া ব্যতিরেকে এতে কোন কিছু সংযোজন করা জায়েয নয়। তারাই নির্ধারণ করবে কখন কুনুত পড়া জায়েয এবং কখন কুনুত পড়া না জায়েয। সালাতে বিশৃঙখলা সৃষ্টি করা জায়েয নয়।
যখন আহলুল ‘ইলমদের নিকট থেকে কুনুত পাঠ করার ফাতওয়া প্রকাশিত হলে শাসক সে ফাতওয়া জনগণের মাঝে ছড়িয়ে দেন। আহলে ইলমদের ফাতওয়া না দেওয়া পর্যন্ত ইমামগণ কুনুত পড়বে না।