কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৬২. খুৎবার সময় নিষিদ্ধ কাজ করলে কী ধরনের পাপ হয়?
(ক) রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমু'আর দিন খুৎবার সময় যদি তুমি কথা বল, তাহলে তুমি অনর্থক কর্ম করলে এবং তোমার (জুমু'আকে) বাতিল করে দিলে।(সহীহ তারগীব, হাদীস নং ৭১৬, ৭১৭) (খ) জুমু'আর খুৎবার সময় অন্য কেউ যদি কথা বলে, আর তুমি যদি তাকে বল ‘চুপ কর' তাহলেও তুমি অসার কর্ম করলে (বুখারী: ৯৩৪, ইফা ৮৮৭, আধুনিক ৮৮১)। অসার কর্ম করার অর্থ জুমু'আর সাওয়াব থেকে বঞ্চিত হওয়া।