কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৯৭. গোসল কত প্রকার?
গোসল দুই প্রকার। যথা- ফরয ও সুন্নাত গোসল।
ক. ফরয গোসল বলা হয় ঐ গোসলকে, যা বড় নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য করতে হয়। আর এটা অবশ্য করণীয়। আল্লাহ তাআলা বলেন, " “তোমরা যখন বড় নাপাক হও তখন গোসল করে পবিত্র হও।” (সূরা ৫; মায়িদা ৬)।
খ. সুন্নাত গোসল হলো ঐ গোসল, যা করলে সাওয়াব হয়, কিন্তু না করলে গোনাহ হয় না। এ প্রকার গোসলকে মুস্তাহাব গোসলও বলা হয় ।