কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮৯. কী কী শর্তে মোজার উপর মাসেহ করা জায়েয?
নিম্নবর্ণিত শর্তগুলো পূরণ সাপেক্ষে মাসেহ করা জায়েয হবে; অন্যথায় নয়।
১. ওযূ থাকা অবস্থায় মোজাটি পরিধান করা (বুখারী: ২০৬)। অর্থাৎ পা ধোয়াসহ পূর্ণাঙ্গ ওযূর পর মোজাটি পরা।
২. ছোট নাপাকি থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রে মাসেহ করা (নাসাঈ: ১২৭) অর্থাৎ ফরয গোসলের ক্ষেত্রে মাসেহ প্রযোজ্য নয়।
৩. নির্দিষ্ট সময়ের মধ্যে মাসেহ করা। অর্থাৎ মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। (মুসলিম: ২৭৬)
৪. মোজাটিতে কোন নাপাকি না থাকা (ফাতাওয়া ইসলামিয়া- ১/২৩৫)। অর্থাৎ এতে প্রস্রাব, পায়খানা বা এ জাতীয় কিছু লেগে না থাকা।
৫. দ্রব্যটি মুবাহ হওয়া। অর্থাৎ দ্রব্যটি চুরি বা ছিনতাইয়ের নয় বা কোন নিষিদ্ধ দ্রব্যের তৈরিও নয় এমন হওয়া। (মুগনী- ১/৩৭৩)।
৬. নির্দিষ্ট পিরিয়ড শেষ হওয়ার আগেই মোজাটি খুলে না ফেলা । (মুগনী- ১/৩৬৭)