কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮৬. মোজার ধরন ও মাসেহ করার বিধান সম্পর্কে জানতে চাই। - [১.৮ মোজার উপর মাসেহ করার বিধান]
মানুষ সকলেই জুতা-মোজা পরিধান করে । শীতকালে এর পরিমাণ আরো বেশি বেড়ে যায় । পাঁচ বেলা সালাত আদায়ের জন্য আমাদেরকে ওযু করতে হয়। সেক্ষেত্রে বিশেষ করে জুতা মোজা বারবার খোলা একটি কষ্টকর কাজ। তাই ওযূর অঙ্গগুলো পানি দ্বারা ধৌত করে শুধু পা ধোয়া বাকি রেখে মোজা না খুলে পা না ধুয়েই মোজার উপর ভেজা হাত বুলিয়ে দেওয়ার নাম হলো মাসেহ করা। এ কাজটির বিধান কী এটাই হলো অত্র অধ্যায়ের আলোচ্য বিষয় ।