কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮৫. প্রতিটি অঙ্গ ধোয়ার বেলায় নির্দিষ্ট কোন দুআ পড়া লাগে কি?
কিছু কিছু বইতে প্রতিটি অঙ্গ ধোয়ার ভিন্ন ভিন্ন দু'আর কথা লেখা আছে। এগুলোর কোনটিই সঠিক নয়। রাসূলুল্লাহ (স) বা তাঁর সাহাবা বা তাবেয়ীগণ কেউই এমন ধরনের নির্দিষ্ট কোন দুআ পড়েননি। কেউ কেউ ওযু শেষে কোন কোন সূরা পড়ে। এটাও ঠিক নয়। নবী (স) তা করেননি। নবীজী (স) করেননি এমন কোন কাজ ইবাদত হিসেবে চালু করাই হলো বিদ'আত, অর্থাৎ গোনাহের কাজ।