কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৫৭. দাঁত প্রস্থে নাকি মুখের লম্বালম্বি মাজবে?
সকল ইমামগণের মতে, দাঁত মাজবে প্রন্থে অর্থাৎ মুখের উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে এভাবে ঘষতে থাকবে । (আবু দাউদ- ১/৭৪, তাবরানী- ২/৪৭, হাদীসটি দুর্বল)। অপরদিকে ইমাম গাযালীসহ কিছু সংখ্যক ফকীহ মুখের লম্বালম্বি দাঁত মাজার পক্ষেও মত দিয়েছেন । অতএব, উভয়ই জায়েয।