কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮. কোন্ কোন্ প্রাণীর ঝুটা নাপাক?
কুকুর ও শূকরের ঝুটা ও লালা নাপাক । তাছাড়া বন্য হিংস্র প্রাণীর ঝুটাও নাপাক যদিও তা অল্প পানিতে পতিত হয়। তবে মানুষের ঝুটা নাপাক নয়, এমনকি বিধর্মী হলেও। ঋতুবতী মহিলার ঝুটাও পাক । অতএব, যেকোন ধর্মের মানুষ এবং যেসব প্রাণীর মাংস খাওয়া জায়েয এসব হালাল প্রাণী এমনকি গাধা ও বিড়ালের মুখ দেওয়া পানিতেও ওযূ গোসল করা জায়েয।