কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
শু'আবুল ঈমান (ঈমানের শাখাসমূহ) ঈমানের শাখাসমূহ ইমাম বাইহাকী
শাখা-৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া
আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন,
إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتُوهُ ، فَإِنْ لَمْ يَحْمَدْ اللَّهَ فَلَا تُشَمِّتُوهُ
তোমাদের কেউ হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ' বললে তার জবাবে তোমরা ‘ইয়ারহামুকাল্লাহু’ বলবে আর যদি সে ‘আলহমাদু লিল্লাহ্’ না বলে তাহলে তোমরাও ইয়ারহামুকাল্লাহ’ বলবে না।
[১]. সহীহ মুসলিম।