কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (২০০) দ্বীনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার দিক থেকে বিদ্আত কত প্রকার ও কী কী?
উত্তরঃ দ্বীনের মধ্যে ফাসাদ ও দলাদলি সৃষ্টি করার দিক থেকে বিদ্আত দুই প্রকার। (১) বিদআতে মুকাফ্ফেরা, যা মানুষকে ইসলাম থেকে বের করে কাফেরে পরিণত করে দেয় ও (২) বিদ্আতে মুফাস্সেকা, যা মানুষকে ফাসেক বানিয়ে দেয়।