কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (১৭০) যুলুম, ফিস্ক এবং নিফাক কত প্রকার ও কি কি?
উত্তরঃ যুলুম, ফাসেকী এবং নিফাক- এগুলোর প্রত্যেকটিই দুই প্রকার। (১) বড় যুলুম, বড় ফিসক ও বড় নিফাক। এগুলো কুফরীর অন্তর্ভূক্ত (২) ছোট যুলুম, ছোট ফিসক ও ছোট নিফাক। এগুলো কুফরীর অন্তর্ভূক্ত নয়।